২২ বছর বয়সে আবেদন, ৪৮ বছর পর পেলেন নিয়োগপত্র!
প্রকাশিত হয়েছে : ৫:৫২:০০,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২৪ | সংবাদটি ৩৫ বার পঠিত
চাকরির জন্য আবেদন করেছিলেন ২২ বছর বয়সে। কিন্তু আশাহত হতে হয় তাকে, কেননা আবেদন করা এই চাকরি হাতের নাগালে পাননি তিনি। তাই আশাও ছেড়ে দিয়েছিলেন সেই ব্যাক্তি। কিন্তু এরপরই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা।
কয়েকদিন আগেই তার হাত আসে এক নিয়োগপত্র। আর সেটি খুলে হাতে নিতেই চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার উপক্রম হলো তার। হাতে পাওয়া সেই নিয়োগপত্রটি ছিল সেই ২২ বছর বয়সে আবেদন করা চাকরির নিয়োগত্র। হাতে পাওয়ার আগে কেটে যায় প্রায় ৪৮ বছর। এমনই অবাককাণ্ড ঘটেছে যুক্তরাজ্যের এক নারী, টিজি হডসনের সঙ্গে।
জানা যায়, তিনি লিংকনশায়ারের গেডনি হিলের বাসিন্দা। কয়েক দিন আগে তিনি একটি নিয়োগপত্র হাতে পান। ওই নিয়োগপত্র তাকে খুশি করার সঙ্গে সঙ্গে ভীষণ হতবাকও করেছে। কারণ, এ চাকরির জন্য তিনি আবেদন করেছিলেন প্রায় অর্ধশতাব্দী আগে!
হডসনের বয়স এখন ৭০ বছর বলে জানা যায়। তৎকালীন সময়ে তিনি ছিলেন পেশাদার মোটরসাইকেল স্টান্ট রাইডার। স্টান্ট রাইডারের চাকরির জন্যই প্রায় পাঁচ দশক আগে একটি আবেদনপত্র পাঠিয়েছিলেন হডসন। চাকরিটি তিনি পেয়েও যান। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি এত বছর আটকে পড়ে ছিল পোস্ট অফিসের একটি আলমারির ড্রয়ারের পেছনে।
নিয়োগপত্র খুঁজে পাওয়ার পর স্টেইনস পোস্ট অফিস থেকে হাতে লেখা নোটসহ সেটি হডসনের ঠিকানায় পাঠানো হয়। এই নিয়োগপত্র হডসনকে পাঠানো হয়েছিল ১৯৭৬ সালের জানুয়ারিতে। নিয়োগপত্রের সঙ্গে একটি নোটও ছিল যেখানে লেখা ছিল, স্টেইনস পোস্ট অফিস থেকে দেরিতে পাঠানো হলো। একটি ড্রয়ারের পেছনে এটি পাওয়া গেছে। আবেদনপত্র পাঠানোর পর নিয়োগপত্র আসতে ৪৮ বছর লেগে গেলেও দারুণ খুশি যুক্তরাজ্যের বাসিন্দা এই নারী।
জীবনকে উপভোগ করতে ভালোবাসা এই নারী জানান, তিনি সে সময় নিজেতে নারী বলে পরিচয় দিতেন না, কেননা এতে তাকে এই চাকরিতে সুযোগ নাও দিতে পারে। এ ছাড়া তিনি জানান, তিনি তরুণ জীবনে ফিরে যেতে পারলে সে নিজেকে এই জীবনের পথেই চলতে বলতেন।