আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৩৪,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৪ | সংবাদটি ২৮ বার পঠিত
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ি উপজেলার আওয়ামী লীগ সহসভাপতি মাহফুজুর রহমান বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ি এক্সিম ব্যাংক থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাহার দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার বিকেলে নিজ বাড়িতে সোনাইমুড়ি এক্সিম ব্যাংক শাখায় অবস্থান নিয়েছেন জানতে পেয়ে স্থানীয় ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা তাকে আটক করে। পরে সোনাইমুড়ি থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করে।
সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ি উপজেলার আওয়ামী লীগ সহসভাপতি মাহফুজুর রহমান বাহারের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। জনতা তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।