রাজধানীতে প্রায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১১:১৬:৪৪,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১৩ বার পঠিত
রাজধানীর তাঁতীবাজারের এক ব্যবসায়ীর প্রায় এক কেজি পরিমাণ সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
সোনা ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, প্রায় এক কেজি সোনা ছিনতাইয়ের অভিযোগ করেছেন ব্যবসায়ী প্রদেশ চন্দ্র পাল। তাঁতীবাজারে ‘সৌরব বুলিয়ন স্টোর’-এর মালিক তিনি। তার কর্মচারী রাজীব দাস এক কেজি পরিমাণ স্বর্ণের বার নাটোরের একজনকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মেডিকেলের সামনে ওই ব্যক্তিতে স্বর্ণের বারগুলো বুঝিয়ে দেওয়ার কথা। তার আগেই অজ্ঞাত ৫-৬ জন রাজীবকে মারধর করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়।
পরবর্তীতে রাজীবের চিৎকারে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে দুজন সন্দেহভাজনকে ধরে স্থানীয়রা মারধর করে। পরবর্তী পুলিশ এসে দুজনকে হেফাজতে নেয়। তারা হলেন, আলামিন খান ও তৌহিদুর রহমান চুন্নু।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন সিকদার কালবেলাকে বলেন, সন্দেহভাজন দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। একইসঙ্গে ঘটনাস্থল ও আশপাশের ফুটেজ দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিনে রাত ১২টার দিকে দেখা গেছে, স্বর্ণ ছিনতাই ও দুজন আটকের খবরে থানায় অনেকে এসে ভিড় করেছেন। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। তারা আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিরা ওই দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। সন্দেহভাজন হিসেবে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।