গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি : ২ আসামি রিমান্ডে, ১ জনের জবানবন্দি
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৪২,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ৮ বার পঠিত
রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কে হত্যা মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার তিন আসামির দুজনকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিন আসামির মধ্যে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল সিরাজুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং র্যাব সদস্য ল্যান্স করপোরাল শাহীন ও উজ্জ্বল বিশ্বাস নামক এক ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে আসামিদের হাজির করে পুলিশ।
এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুজ্জানান।
জানা যায়, ৫ আগস্টের ঘটনায় আদালতে করা একটি মামলায় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক মো. হারুনুর রশিদকে আসামি করা হয়। পরে গত ২৭ নভেম্বর ল্যান্স করপোরাল শাহীন ও অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল সিরাজুল ইসলাম সাদা পোশাকে এতিমখানায় আসেন এবং হারুনকে গ্রেপ্তার করতে উদ্যত হন।
একপর্যায়ে গ্রেপ্তারের এড়ানো এবং অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য তার নিকট ১০ লাখ টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে দুই লাখ এবং আট লাখ টাকার একটি চেক দিতে বাধ্য করেন।
পরবর্তীতে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর সে চেক ফেরত দিয়ে নগদ আট লাখ টাকা নিতে আসেন উক্ত তিন আসামি। বিষয়টি আগে থেকেই সেনাবাহিনীকে জানানো হলে যৌথবাহিনীর জালে ধরা পড়ে চক্রের এই ৩ সদস্য।