মোটরসাইকেলের তেল নিতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:৩২,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ৪ বার পঠিত
ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে খালিদ শেখ (১৮) নামে আরেক তরুণ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। নিহত ও আহত তিনজন বন্ধু বলে জানা গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, মোটরসাইকেল নিয়ে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার তেল (অকটেন) নিতে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিল। তাদের বহন করা মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যায়। আহত হয় শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করে। আহত খালিদের অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা গেছে। পরে ভাঙ্গা হাসপাতালে নেয়ার পরে শাওন মাতুব্বর মারা যায়। এ ব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।