স্মৃতিসৌধে আইইবি’র শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ৫:৫২:৪৮,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ৫ বার পঠিত
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নেতৃবৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
আইইবি’র প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম রিজু বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানাতে আমরা স্মৃতিসৌধে এসেছি। দীর্ঘদিন পর আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতা আমরা হারাতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, ভাইস প্রেসিডেন্ট নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক কেএম আসাদুজ্জামান চুন্নুসহ আইইবি ও এ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।