আ.লীগ গুপ্ত হত্যা চালালেও সরকারের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না : ইনকিলাব মঞ্চ
প্রকাশিত হয়েছে : ২:০৪:৫৪,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ৪ বার পঠিত
আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালালেও সরকারের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওসমান হাদী বলেন, কয়েকদিনে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা ৫ জন খুন হয়েছেন। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন। এছাড়াও জীবননাশের হুমকি দেওয়া হছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। সরকারের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যা চালানো শুরু করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে। জেএমবি যেভাবে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে ঠিক সেভাবে জঙ্গিলীগ হত্যাকাণ্ড চালাচ্ছে।
তিনি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। অথচ জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। লীগকে পুনর্বাসন করছে প্রত্যেকটি রাজনৈতিক দল।
ওসমান হাদী আরও বলেন, ছাত্র-জনতার অধিকারের জন্য আমরা কথা বলে যাব, এতে সরকার থাকুক আর না থাকুক আমরা আর দেখব না। বিচার না পেলে আমরা আবার আন্দোলনে যাব।
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের হত্যাকাণ্ডে জড়িতদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন তিনি।