জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৩৪,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ২ বার পঠিত
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির তরফ থেকেও বেগম জিয়ার বিদেশ যাত্রার সুনির্দিষ্টভাবে কোন তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জানুয়ারির প্রথমার্ধে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ চূড়ান্ত হয়নি জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের বিদেশ যাওয়া প্রসঙ্গে কে, কী বলছেন আমি জানি না। তারা কোন প্রেক্ষাপটে ৭ জানুয়ারির কথা বলছেন সেটিও আমি জানি না। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে।
খালেদা জিয়ার বিদেশি সঙ্গীদের একটি তালিকা চূড়ান্ত হয়েছে। জানা যায়, বেগম খালেদা জিয়া সাতজন চিকিৎসকসহ ১৬ সদস্যের একটি টিম নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামূল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ মোহাম্মদ আউয়াল, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, ডা. মো. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নূরুদ্দীন আহমাদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, ডা. শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল কর্মকর্তা এস এম পারভেজ, হাউজমেড ফাতেমা বেগম এবং রূপা শিকদার।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার আসন্ন সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এ সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন। ফেরার পথে ওমরা করতে সৌদি আরব যাবেন।