সিলেট মহানগরীর কোতোওয়ালী থানা শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৩০:৪৯,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ৫ বার পঠিত
নবগঠিত সিলেট মহানগরীর কোতোওয়ালী মডেল থানা জাতীয়তাবাদী শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রোমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কোতোওয়ালী থানা শ্রমিকদলের আহবায়ক লিটন আহমদের সভাপতিত্বে সদস্য সচিব এম রহমান নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাজী সুরমান আলী। প্রধান বক্তারা বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিলেট মহানগর বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপি’র সহ—সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন প্রমুখ।
এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ও হকার দলের আহবায়ক খোকন আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম ফয়সল, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জিলানী আহমদ জিলা, রফিকুল ইসলাম রফিক, বাবলু হোসেন বাবুল, তেরাব আলী লিটন, সিলেট লালদিঘীরপাড় হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল ইসলাম ডিসকু, মহানগর শ্রমিক দলের সদস্য আফাজ আহমদ, কামরান সামী প্রমুখ। নবগঠিত সিটি করপোরেশনের ৫টি থানা ও ৩টি ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে হাতে হাত মিলিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে ক্ষমতায় আনতে কাজ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম বেপারী, নুর নবী, এস এম রহমান জনি, সাজন রায় সাজু, আফজাল হোসেন, জহিরুল ইসলাম মখর, খালেদুর রহমান, ক্বারী জহির আহমদ, এম শাহ আলম, মো: হারুন মিয়া, আলমগীর হোসেন, মুন্না মিয়া, মো: শরীফ আহমদ প্রমুখ।