ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৫১,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ১১ বার পঠিত

ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই- এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নরসিংদীর সাঠিরপাড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণন শেষে পৌরসভার সামনে জমায়েত হয়। সেখানে প্রতিবাদ সভা করা হয়। ওই সময় অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তারের দবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুমকি দেয়া হয়। এসময় ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই সংবলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো চুরি, ডাকাতি, ছিনতাইসহ অন্যায় অত্যাচার চাঁদাবাজী ও নিপীড়ন বন্ধ হয়নি। এখনো আমাদের মা-বোনরা বাইরে যেতে ভয় পান। এরই মধ্যে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা মা-বোনদের মনে ভয় জেঁকে বসেছে। এ জন্যই কি শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল? তাই অনতিবিলম্বে সারাদেশের ধর্ষকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নয়তো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।