‘প্রিন্স’ সিনেমার জুটি শাকিব-ফারিণ
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:০৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২৫ | সংবাদটি ১০ বার পঠিত
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান এবার বড় পর্দায় আসছেন ‘প্রিন্স’ চরিত্রে। ছবির নায়িকা নিয়ে টানা কয়েকদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজক প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ ঘোষণা করেছে, অভিনেত্রী তাসনিয়া ফারিণ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন।
তাসনিয়া ফারিণ জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য তিনিও আগ্রহী ছিলেন। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, “বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সঙ্গে শুরু হলো তার নতুন পথচলা। একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা।”
ফারিণ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “হৃদয় ভরা ভালোবাসা, ‘প্রিন্স’ সিনেমার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।”
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, শাকিবের বিপরীতে কলকাতা থেকে রুক্মিণী মৈত্র ও ইধিকা পালও থাকবেন। সিনেমার চিত্রনাট্য নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে গড়া হয়েছে। নায়ককে বিভিন্ন বয়সে দেখানোর জন্য শাকিব খানের প্রস্থেটিক রূপান্তরও নেওয়া হতে পারে।
সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জার দায়িত্বে রয়েছেন বলিউডের বিশেষজ্ঞরা। ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় সিনেমাটির চিত্রগ্রহণ করবেন। একই সিনেমার রূপসজ্জা ও শাকিবের মেকআপের দায়িত্বে থাকবেন বিশেষজ্ঞরা।
গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে এবং আগামী ঈদে মুক্তির লক্ষ্য রয়েছে।




