পাকিস্তানে পুলিশের গাড়িতে বিস্ফোরণ, নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১১:২৮:০৩,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ৪ বার পঠিত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলে বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং পুলিশ ভ্যানের চালক শাকি জান।
ঘটনার পরপরই পানিয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
দেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমাদ সাহেবজাদা এক বিবৃতিতে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এটি এক কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ।
তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
খায়বার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।




