নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি: নজরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:১৪,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ২ বার পঠিত
জাতীয় নির্বাচনের তপশিলকে সামনে রেখে অনিবার্য কারণ ছাড়া ভোট বিলম্বিত হোক—এটা চায় না বিএনপি। দলটির দাবি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম জানান, রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা সত্ত্বেও বিএনপি নির্বাচনি প্রক্রিয়ার মধ্যেই থাকতে চায়। তিনি বলেন, “আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর ধরে নির্বাচন চাইছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হোক—এটাই আমাদের অবস্থান।”
নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটদান প্রক্রিয়া জটিল হবে—এমন মন্তব্য করে তিনি জানান, এবার ব্যালট পেপার দুটি আলাদা হওয়ায় ভোটারদের সময় বেশি লাগতে পারে। এ বিষয়ে বিএনপি জানিয়েছে, যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। ইসি জানিয়েছে, আগামী রোববার (৭ নভেম্বর) তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে।
ব্যালট পেপার মুদ্রণ নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন নজরুল ইসলাম। তিনি বলেন, “আমরা শুনেছিলাম প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানোর সম্ভাবনা রয়েছে। তাই বলেছি, ব্যালট যেন কোনোভাবেই প্রাইভেট প্রেসে ছাপানো না হয়।” জবাবে কমিশন জানিয়েছে, সরকারি প্রেসেই সব ব্যালট ছাপানো হবে।
এ ছাড়া প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার বিষয়েও দাবি জানায় বিএনপি। নজরুল ইসলাম বলেন, “পাসপোর্টকে বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটার করার আহ্বান জানিয়েছি। আমরা চাই আরও বেশি প্রবাসী ভোটার হোক।” বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সিইসির সঙ্গে বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।




