তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:২৩,অপরাহ্ন ৩০ মার্চ ২০২৩ | সংবাদটি ৪৪ বার পঠিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (স্মার্ট) বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা পরিসংখ্যান বিভাগের সহযোগিতায় অনলাইন ক্লাস সুবিদার জন্য ‘ট্যাবলেট’ (ট্যাব) পেল, উপজেলার শতাধিক মাধ্যমিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কনফারেন্স হল রুমে নবম-দশম শ্রেনীর ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব (ট্যাব) প্রধান করা হয়েছে।
বিতরণকালে, ‘প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। ‘অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা, উপজেলা সংরক্ষিত আসনের (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা গার্লস এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের একাংশের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।