বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের দোয়া ও ইফতার
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:১৩,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৩ | সংবাদটি ৩৮ বার পঠিত
হবিগঞ্জের বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) গ্যানিংগঞ্জ বাজার অস্থায়ী কার্যালয়ে নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শোয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেমের সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক ফোরামের নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম।
সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মাওলানা আব্দুল অলি, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ফজল উল্লাহ খান, মাস্টার শেখ আবুল মনসুর তুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহিন, লুৎফুর রহমান, জুয়েল খান, সর্দার শাহজাহান মিয়া, হাফেজ শিব্বির আহমদ আরজু, মাওলানা আবুল আহমদ, মাওলানা মোজাম্মিল হোসেন, হাফেজ জহির উদ্দিন সোহেল, হাফেজ আখলাক হোসাইন পিয়ার, হাফেজ সুহাইল আহমদ, মাওলানা মিসবাহ উদ্দিন খান, মামুন আহমদ, মাওলানা হাফিজুর রহমান, মুফতি ইমদাদ বিন খুর্শেদ, মাহমুদ আহমদ ও মো. আবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।