সিসিক নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:৫৯,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৩ | সংবাদটি ৪২ বার পঠিত
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি)।
শুক্রবার (৩১ মার্চ) চরমোনাইতে সংগঠনের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন মুহতারাম সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।