দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির বর্ষপূর্তিতে পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২৯,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৯ বার পঠিত
মহান স্বাধীনতা দিবস ও সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভা কক্ষে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির প্রচার সম্পাদক অপু দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন- ‘লেখাপড়া মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে। যে কোনো ধরণের প্রতিযোগিতা মানুষের শেখার আগ্রহকে বাড়িয়ে তুলে ও মননশীলতার শিক্ষা দেয়। কুইজ প্রতিযোগিতা মানুষের জ্ঞানকে বিকশিত করে। অরাজনৈতিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি শিক্ষার্থীদের জ্ঞান বিকশিত হওয়ার কাজটি করে যাচ্ছে। তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। এরকম ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, ব্যবসায়ী ফরমান উদ্দিন, শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লিখক মো. আজাদ হোসেন, গণমাধ্যমকর্মী ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, সাধারণ সম্পাদক এহসান আহমেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও সংগঠনের সদস্য ইমরানুল হাসান, একাদশ শ্রেণির শিক্ষার্থী রিমন আহমদ ও দশম শ্রেণির শিক্ষার্থী জিমা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল কলেজের সহকারি শিক্ষক রিকন চন্দ্র দাশ, ব্যবসায়ী কামাল হোসেন, সমাজকর্মী মো. কিবরিয়া, মোস্তফা বুক সেন্টারের পরিচালক শাহ সারোয়ার উজ্জল, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ, শিক্ষক আশরাফুল হক, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সহ-সভাপতি এনামুল হক হৃদয়, অর্থ সম্পাদক নাহিম আহমেদ, সদস্য প্রধান ইউনুস আলী নোমান, সদস্য নাঈম মিয়া, শাকিল হক, রফিকুল ইসলাম, মুস্তাকিন আহমেদ, তওহিদুল আলম পারভেজ, মাহতাবুল ইসলাম ইহাম, মেহেদী হাসান, আশরাফ মাহমুদ, এমরান হক, জুবায়ের আহমেদ ও মঞ্জুরুল ইসলাম অনিক প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকায় পাঁচ বিভাগে ১৫ জন ও বিশেষ বিভাগে ১৪ জন শিক্ষার্থীসহ মোট ২৯জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এর আগে ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পরীক্ষার গ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।