নারীরা বাইরে বোরকা ছাড়া বের হলে জনসম্মুখে ‘ক্ষমাহীন বিচার’
প্রকাশিত হয়েছে : ৩:১৯:২১,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৫ বার পঠিত
নারীরা বাহিরে বের হওয়ার সময় বোরকার মতো আবশ্যিক পোশাক পরিধান না করলে তাদের জনসম্মুখে ‘ক্ষমাহীন বিচার’ করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাধ্যতামূলক হিজাব আইনকে কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল।
মোহসেনি এজেই বলেছেন, ‘মুখ খোলা রাখা (আমাদের) মূল্যবোধের সাথে শত্রুতা করার সমতুল্য। যারা এই ধরনের অস্বাভাবিক কাজ করে তাদের শাস্তি দেওয়া হবে এবং ক্ষমাহীন বিচার করা হবে।’ তবে তিন শাস্তির ধরন সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
ইরানের প্রধান বিচারপতি বলেছেন, আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘সুস্পষ্ট অপরাধ এবং জনসমক্ষে যে কোনো ধরনের অস্বাভাবিকতা যা ধর্মীয় আইনের পরিপন্থী সেগুলো বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে উল্লেখ করতে বাধ্য।’
গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি তরুণীর মৃত্যু। হিজাবের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আমিনির ঘটনার পর থেকে অনেক ইরানি নারী হিজাবের নিয়ম লঙ্ঘন করছেন।