প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুঃস্থ ও পথযাত্রীদের মধ্যে ইফতার বিতরণ করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
সোমবার (০৩ মার্চ) ৫টায় দলীয় কার্যালয়ের সামনে এসব ইফতার বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় আমরা ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন করেছি।’ গরীব অসহায় ও পথযাত্রীদের মধ্যে ইফতার বিতরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাশ, ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৩নং বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুজ কান্তি দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, যুবলীগ নেতা ফেনীভূষণ সরকার, যুবলীগ নেতা তকবীর হোসেন, ফখরুল ইসলাম সাদ্দাম মিয়া, ছাত্রলীগ নেতা মো. শামীম মিয়া, রাজু দাস, ইউপি সদস্য অসিত রঞ্জন দাস সহ দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।