রোজাদার কখনো দুর্নীতিবাজ হতে পারে না : মোকাব্বির খান
প্রকাশিত হয়েছে : ১১:৫১:৩৪,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৪ বার পঠিত
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আত্মশুদ্ধির। রোযা শুধু উপবাস থাকার নাম নয়। রমজান মাসের রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় গরীব দুঃখী মেহনতী মানুষের দুঃখ-কষ্টের যন্ত্রণা।
তিনি বলেন, রমজান মাস থেকে আমাদেরকে এই সবক গ্রহন করতে হবে, পাশের কোন গরীব মানুষ যেন অনাহারে বা কষ্টে দিন যাপন না করে। তাহলেই রোজা রাখা আমাদেরকে স্বার্থক হবে। আর একজন রোজাদার কখনো দুর্নীতিবাজ হতে পারে না।
সোমবার (৩ এপ্রিল) ওসমানীনগর উপজেলার হস্তিদুর দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার প্রাঙ্গণে হস্তিদুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হাজী আজির উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও কাজী মাওলানা আবুল কালাম আজাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।
বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সমাজসেবক রফিক মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব, হস্তিদুর গ্রামের ফিরোজ আলী, নিজাম উদ্দিন, শাহ আবুল কাশেম, ডা. আলাউদ্দিন, বাদশা মিয়া, ইউপি সদস্য আবুল বাশার, আব্দুল হামিদ, সাইফুদ্দিন সেলিম, গোলাম কিবরিয়া রাহুল, আব্দুল মনাফ, জালাল মিয়া, শাহ আব্দুল হান্নান, শাহ রমজান আলী, গয়াছ মিয়া চৌধুরী, রুবেল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফিজ মাসুক আহম ও হাফিজ ইমাদ উদ্দিন।