শ্রীমঙ্গলে সীমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে নিহত ১, আহত ৪
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৪৫,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৩ বার পঠিত
শ্রীমঙ্গলের ২নং ভূনবীর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভূনবীর গ্রামে সীমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু পাল নামের এক যুবক নিহত ও চার জন আহত হওয়ার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় যে, ১৫/১১/২০১৮ ইং তারিখে পারভেজ মিয়া ও মসজিদ কমিটির লোকজন একত্রিত হয়ে জোর পূর্বক প্রজেশ কান্তি পালের জায়গার উপর ঈদগাহর জন্য সীমানা প্রাচীর নির্মাণ করতে আসলে প্রজেশ কান্তি পাল বাধা প্রদান করেন।
এতে প্রজেশ কান্তি পাল এবং পারভেজ মিয়া ও মসজিদ কমিটির লোকজনদের কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে পারভেজ মিয়ার লোকজন প্রজেশ কান্তি পাল ও তাদের লোকজনের উপর হামলা চালায়। প্রজেশ কান্তি পাল ও তার দুই ছেলে সহ আরও দুইজন গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকার শুনে ভূনবীর বাজারের লোকজন এগিয়ে আসলে পারভেজ মিয়া ও তার লোকজন পালিয়ে যায়। আশপাশের লোকজন তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রজেশ কান্তি পালের ছোট ছেলে রাজু পালকে মৃত ঘোষণা করেন। এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।