হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোপালপুর হাওরের ৫ বিঘা জমির উঠতি বোরো ধান রাতের আঁধারে কে বা কারা কীটনাশক ছিটিয়ে নষ্ট করে ফেলেছে।
জমির মালিক উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের শাহ দুলাল মিয়ার পুত্র শাহ হিমু মিয়া বলেন, সোমবার (৩ এপ্রিল) লোকমুখে সংবাদ পেয়ে আমাদের গোপালপুর হাওরের বোরো ধানের জমিতে যাই। জমিতে দেখা যায় কীটনাশক ছিটানোর আলামত এবং এতে জমির উঠতি বোরো ধান মরে যাচ্ছে। আমার জমি ব্যতীত আর কারও জমিতে এমনটা দেখা যায়নি। এতে আমাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ জমি ব্যতীত আর কোনো জমিও আমাদের নেই। এতে প্রায় ১-১.৫ শত মণ ধানের ক্ষতি সাধন হয়েছে।