শাল্লায় কৃষক ও জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সভা
প্রকাশিত হয়েছে : ৮:০৬:১৮,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৯ বার পঠিত
২০২২-২৩ অর্থবছরের আসন্ন বৈশাখ মাসে শতভাগ ধান কর্তন ও সুষ্ঠুভাবে ধান ঘরে তোলার লক্ষ্যে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে শাল্লা উপজেলা প্রশাসন।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদের গণমিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের কৃষক ও জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এলাকার হাওরের রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা উল্লেখ করে মতবিনিময় সভায় মেম্বার ও চেয়ারম্যানদের ব্যর্থতার দায় তুলে কৃষকরা বলেন, হাওর থেকে আমাদের ধানগুলো পরিবহন করা খুবই কষ্টকর হয়, কারণ আমাদের হাওরে ভালো কোনো রাস্তা নেই।
কৃষকরা বলেন, বৈশাখ মাসে হাওরে প্রধান সমস্যা হলো শ্রমিক সংকট। শ্রমিক সংকটের কারণে হাওরের ধান কর্তনে দীর্ঘ সময় লাগে।
সরকারের কাছ থেকে ধান কাটার মেশিন পাওয়ার চাহিদা ব্যক্ত করে সোনার ফসল যাতে সঠিকভাবে ঘরে তুলতে পারেন সেজন্য প্রশাসনের কাছ থেকে সবধরনের সহযোগিতার দাবি জানান কৃষকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ, ৪ নম্বর শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার মিয়া, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ূম, উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি কর্মকর্তা বিভূতোষ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জবা রানী দাশ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন গ্রামের কৃষকেরা।