গোয়াইনঘাটে সড়কে গেল যুবকের প্রাণ, ১০ পুলিশ আহত
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৫৪,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৩ বার পঠিত
সিলেটের গোয়াইনঘাটে কোম্পানীগঞ্জ-সিলেট সড়কে বেপরোয়া গতির নম্বরবিহীন ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পুলিশ পিকআপে থাকা ১০ পুলিশ আহত হয়েছেন।
এসময় ঘাতক ট্রাকের পেছনে ধাক্কা লেগে পুলক রায় (৩০) নামে মোটরসাইকেল আরোহী ১ যুবক নিহত হয়েছেন। একইসাথে আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।
বুধবার (০৫ এপ্রিল) রাত ১০টায় কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক শ্যামল বণিক।
তিনি জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নম্বরবিহীন বেপরোয়া গতির চলমান ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা তিনজন বহনকারী নম্বরবিহীন একটি মোটরসাইকেল ঘাতক ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যায় বাকী দুইজন আহত হয়। নিহত যুবক পুলক রায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে। আহত দুজন হলেন, নগরীর চালিবন্দর এলাকার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে বিক্রম (৩০) ও বিআইডিসি সূচনা কমিউনিটি সেন্টার এলাকার ফারুক মিয়ার ছেলে ফয়সল (৩০)।
এছাড়া ট্রাকের সাথে সংঘর্ষে পুলিশ পিকআপের ড্রাইভারসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে পুলিশ জানায়, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে এখনও (রাত ১২টা) আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন রয়েছে।