অ্যামাজনের ভিডিও গেম ডিভিশনের শতাধিক কর্মী ছাঁটাই
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৪২,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৭ বার পঠিত
ওভারসিস ইউনিটের এক্সিকিউটিভের কাছে পাঠানো এক মেমোতে ভিডিও গেম ডিভিশনের শতাধিক কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
অ্যামাজন গেমসের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফ হার্টম্যানের একটি মেমো অনুসারে, গেম গ্রোথ ডিভিশন, অ্যামাজনের সান দিয়েগো গেম স্টুডিও এবং প্রাইম গেমিং বিভাগ থেকে লোকবল ছাঁটাই করা হয়েছে।
বাড়তি কর্মীদের নতুন প্রকল্পে হস্তান্তর করা হবে বলেও মি হার্টম্যান জানিয়েছেন।
মি হার্টম্যান আরও বলেন, এই ধরনের খরব শেয়ার করার মধ্যে কোনো সুখ নেই। তবে আমরা চাকরিচ্যুত কর্মীদের প্রতি সহানুভূতিশীল। এবং সম্মানের সঙ্গে জানাতে চাই, তাদের বেতন, স্বাস্থ্য বীমা সুবিধা ও আউটপ্লেসমেন্ট পরিষেবা এবং তাদের কাজ পরিচালনা করার জন্য অর্থ প্রদানের মাধ্যমে তাদের সাহয্য করব।
এদিকে অ্যামাজনের সিইও অ্যান্ডে জেসি সম্প্রতি খরচ কমানোর জন্য কর্মী ছাঁটায়ের ঘোষণা দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।