ইমরান খান-বুশরা বিবির ৮ দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে : ১২:৫১:২৭,অপরাহ্ন ১৫ জুলাই ২০২৪ | সংবাদটি ৫৭ বার পঠিত
তোশাখানার নতুন এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত।
অবৈধ বিবাহ বা ইদ্দত মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এই আদেশ দেওয়া হল।
জানা গেছে, অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (ন্যাব) তোশাখানার নতুন এক মামলায় তাদের গ্রেফতার করে।
তোশাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারে উপ-পরিচালক মহসিন হারুনের নেতৃত্বে দুর্নীতিবিরোধী নজরদারির একটি দল এই দম্পত্তিকে গ্রেফতার করে।
আদালতের আদেশ অনুযায়ী, ন্যাব আদিয়ালা কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে।
শনিবার ‘অবৈধ বিয়ে’ বা ‘ইদ্দত’ মামলা থেকে অব্যাহতি পান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। দেশটির একটি আদালত তাদের অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেন।
গত বছর বুশরা বিবির সাবেক স্বামী এই মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, ইমরান খানকে বিয়ে করার আগে ইসলামিক আইন অনুসারে তালাকের পরে প্রয়োজনীয় তিন মাসের বিরতি পালন করেননি বুশরা।