বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেনের প্রযোজক ও সিলেট ভয়েস ডটকম এর প্রকাশক সেলিনা আক্তার চৌধুরীকে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নগরীর আম্বরখানাস্থ মঙ্গল কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, ভিডিও ক্যামেরাম্যান এসোসিয়েশনের সভাপতি কার্তিক পাল, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আলকাছ মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলাদ চৌধুরী, শামীম আহমদ, নিপন সিনহা, রইস আলী। এছাড়াও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।