রাশিয়ার ‘জ্ঞান ফেরাতে’ শিকে ম্যাক্রোঁর আহ্বান
প্রকাশিত হয়েছে : ১১:৫১:০৮,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৬ বার পঠিত
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে চীনের শক্তিকে কাজে লাগতে শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিকেলে আলোচনার শুরুতে তিনি শিকে বলেন, আমি জানি রাশিয়ার ‘জ্ঞান ফেরাতে’ আপনার উপর নির্ভর করতে পারি।
জবাবে শি বলেছেন, তিনি মনে করেন বিশ্ব শান্তি ধরে রাখতে তাদের দুই দেশের ‘সক্ষমতা এবং দায়িত্ব’ রয়েছে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়াবলী নিয়ে কথা বলতে বেইজিংয়ে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাক্রোঁ এবারের চীন সফরে নিজের সঙ্গে নিয়ে গেছেন বাণিজ্য প্রতিনিধিদের বিশাল বহর। মূলত বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছেন তিনি। এছাড়া ম্যাক্রোঁর সঙ্গে এ সফরে যোগ দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন। উরসুলাকে চীনে নিয়ে এসেছেন ম্যাক্রোঁই।
গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আর এ কারণে ম্যাক্রোঁর এবারের সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে।
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ফ্রান্সের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।