ঈদ বোনাসের দাবিতে সিলেটে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৪:১৮:১৭,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৪ বার পঠিত
আসন্ন ঈদুল ফিতরে সকল প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি সুরমা মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে সংগঠনের জেলা সভাপতি মো. সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির আহ্বায়ক হুসাইন আহমদ লিটন, জাতীয় ছাত্রদল এমসি কলেজ শাখার নেতা বদরুল আজাদ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (শাওন), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের প্রতি বছর ঈদ এলে বেতন-বোনাসের জন্য সভা, সমাবেশ, মিছিল, মিটিং করতে হয়। কিন্তু বেতনের সমপরিমাণ উৎসব বোনাস শ্রমিকের আইনি পাওনা। যা দিতে বেশিরভাগ মালিক গড়িমসি করে থাকেন। শ্রমিকরা যে বেতন পান তা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যেখানে চলা দুরূহ, সেখানে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উৎসব উদযাপন করা অকল্পনীয়। সারা বছর প্রতিষ্ঠানে কাজ করলেও ঈদ এলে বোনাসের জন্য মালিকের নিকট ধর্না দিতে হয়।
বক্তারা ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও স্ববেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদানে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।
বক্তারা বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা, তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদেরকে ঈদের আগে বেতন ও বোনাস রাষ্ট্রীয়ভাবে প্রদানের দাবি জানান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান করেন।