তাহিরপুরে বিএনপি অবস্থান কর্মসূচি পালিত
প্রকাশিত হয়েছে : ১:০৪:০৮,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৮ বার পঠিত
বিদুৎ,গ্যাস,দ্রব্যমূল্যের উর্দ্ধগতি,আ,লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে,তত্তাবধায়ক সরকার ও পূর্ব ঘোষিত ১০ দশদফা বাস্থবায়নের দাবীতে সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে। শনিবার (৮এপ্রিল)দুপুর উপজেলার পূর্ব বাজারে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা বিএনপির আয়োজনে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ১আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জির সভাপতিত্বে ও জেলা বিএনপি সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ যুগ্মসাধারণ জুনাব আলী,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,সাবেক চেয়ারম্যান সবুজ আলম,লায়েছ মিয়া,এমদাদুল হুদা,মোশাহিদ আলম তালুকদার,চাঁন মিয়া মাষ্টার,বাবরুল হাসান বাবলু,আমীর শাহ,এনাম তালুকদার,সাইদুল কিবরিয়া,সাখাওয়াত হোসেন,জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম,আবুল কালাম,আলী আহমদ,শেখ আলমগীর হাসান,ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না প্রমুখ।
এসময় উপজেলার বিএনপি, ছাত্রদল,কৃষকদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অন্যান্য অংঙ্গসংগঠনের নেতা কর্মগন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ১আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন বলেন,আন্দোলন ছাড়া মুক্তি নেই। ঐক্য বদ্ধ ভাবে এই ফ্যাসীবাদ সরকারকে উৎখাত করতে হবে। নিজেদের অধিকার আদায় করে ভোটের অধিকার আদায় করে দেশে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে এবং বেগম খালেদা জিয়া মুক্ত করতে হবে। দশ দফা বাস্তবায়ন হলে দেশে শান্তি ফিরে আসবে।
না হলে দেশে দ্রব্যমূল্যের যে উর্দ্ধগতি তাতে জনগণের জীবন যাপন করা কঠিন হয়ে পরেছে। এর মধ্যে বিদুৎ,গ্যাস বাড়িয়ে দিয়েছে। আর মেঘা প্রকল্পের নামে লুটপাটে ব্যস্থ রয়েছে সরকার ও সরকার দলীয় নেতারা। তাদের পায়ের নিচে মাটি নেই তাই জোর করেই এখন ক্ষমতায় থাকতে চায়। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না। আ,লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ করলেই জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশের জনগন। এর থেকে মুক্তি পেতে হলে তত্তাবধায়ক সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন করা প্রয়োজন। তাহলে এদেশের জনগন এই অবৈধ সরকারে পতন গঠিয়ে বিএনপিকে নির্বাচিত করবে আর বিএনপি সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে।