শান্তিগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১:০০:০৭,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪০ বার পঠিত
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির।
শনিবার বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের তত্বাবধানে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতারা।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা বিএনপির প্রবীন নেতা ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মঈন খান ময়না, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাফর সাদেক লেবু, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সিতু মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, যুবদল নেতা ফরিদ গাজী, ইউপি সদস্য মো. লিটন মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের (একাংশের) সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী, ছাত্রদল নেতা মানছুর আহমদ, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা প্রজন্মদলের সভাপতি জাকার উদ্দিন, উপজেলা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি রোমান আহমদ ও উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, প্রজন্মদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।