সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ দুই কিশোর আটক
প্রকাশিত হয়েছে : ১:২১:১৫,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৭ বার পঠিত
মোটরসাইকেল দিয়ে সড়ক পথে লক্ষাধিক টাকার ভারতীয় নাসির উদ্দীন বিড়ি নিয়ে যাওয়ায় সময় দুই কিশোরকে আটক করেছে সুনামগঞ্জের টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির। এসময় দুটি মটরসাইকেল জব্দ করা হয়।
রোববার সকালে সুনামগঞ্জর সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৬হাজার পিস ভারতীয় নাসির বিড়ি, দুটি মোটরসাইকেলসহ তাদের আটক করে।
নাসির উদ্দীন বিড়িও দুটি মোটরসাইকেল যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯ হাজার টাকা বলে জানান, টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক।
আটকৃতরা হল,জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কুটিপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মোঃ জসিম উদ্দিন (১৯) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে,এ এস আই ফরিদ আহমদসহ নৌ পুলিশ সদস্যরা টুকেরঘাটের সুরমা নদী সংলগ্ন এলাকা দিয়ে মোটর সাইকেলে মোহনপুরে যাওয়ার সময় তাদের সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে বিকেলে নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো. ফরিদ আহমদ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটককৃত ২জনকে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭,তারিখ-০৯/-৪/২০২৩ ইং।
এ ব্যাপারে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যেকোন ধরনের অপরাধ দমনে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,২টি মোটর সাইকেল,ভারতীয় নাসির বিড়িসহ ২জনকে আটক করে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।