কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১:১২:১৫,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪২ বার পঠিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় রাজনগর উচ্চবিদ্যালয়ের মাঠে স্কুল কমিটির সভাপতি শামীম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতকের ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সমাজসেবক জসিম উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আহমদ, ইমাম হোসেন, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিপন আহমদ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ।
এসময় স্কুল কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষাক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যয়ন করবে এবং আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জন সফলতা পাবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
ইফতার পূর্ববর্তী সময়ে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় মোনাজাত করেন কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমদ।