গোলাপগঞ্জে আত্মপ্রকাশ করলো ‘সময়ের বাতিঘর’
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:১৬,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৬ বার পঠিত
গোলাপগঞ্জে ‘সময়ের বাতিঘর’ নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে গোলাপগঞ্জ সানরাইজ এন্ড পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
সংগঠনের সভাপতি প্রভাষক শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, লেখক ও শিক্ষক আব্দুল মালিক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংবাদিক ফাহিম আহমদ, জাতীয় পার্টি নেতা দিলওয়ার হোসেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ কাদির, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, ফরহাদ আহমদ, কামাল আহমদ, বাবলু মিয়া, এমরান হোসেন প্রমুখ।
এ সময় সংগঠনটির ১১ সদস্যর কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হারিছ আলী, সহ- সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সালমান কাদের দিপু এবং সদস্য হিসেবে আব্দুস সালাম শিপলু, রাহাদ আহমদ, ইসমাইল হোসেন সিরাজীকে রাখা হয়।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম আব্দুল জলিল।