সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিশাল ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৩৬,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪০ বার পঠিত
সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে বিশাল ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মইন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন, বিএনপির সহ সম্পাদক শাম্মী আক্তার, আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারন সম্পাদক সৈয়দ মুনাজ্জির আহমদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল হক শরিফ, সাধারন সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী।
দোয়া করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী।