বড়লেখায় জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:১৮,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৩ বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের সদর ইউনিয়ন হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ এপ্রিল) জাপার সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বড়লেখা উপজেলা জাপা’র সভাপতি আহমেদ রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ সিদ্দিকী মুন্না,
সুলেমান আহমদ বাদশা, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, উপজেলা আনজুমানে আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাস্টার শামসুল ইসলাম, জাপা’র দপ্তর সম্পাদক জামাল আহমদ চৌধুরী, পৌর আহবায়ক মাসুদুর রহমান তাজ ও প্রবাসী জাপা নেতা নাইমুল ইসলাম তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সহ-সভাপতি মাকসুদুর রহমান পারভেল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আহবায়ক আব্দুস সালাম, সদর ইউনিয়ন আহবায়ক আমির উদ্দিন ও উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মসুদ আহমদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হোসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলে দেশে যে উন্নয়ন শুরু হয়েছিলো সেটা কোন সরকারের আমলে হয়নি। তাই আবারো জাতীয় পার্টির মনোনীত ব্যক্তি নির্বাচিত করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অতি দ্রুত প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন করা হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ’কে সংসদ সদস্যর মনোনয়ন দিতে কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানিয়ে উপস্থিত নেতা-কর্মীরা তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।