জিন্দাবাজারে বাংলা ফিল্ম ফাস্টফুডের দোকান উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৫৮,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪১ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদেশপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ নাগরিক আদিল আলম বাংলা ফিল্ম নামে একটি ফাস্টফুডের দোকান ফিতা কেটে উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় নগরী জিন্দাবাজারস্থ স্কাই ভিউ মার্কেটের ৩য় তলায় দোকানের শুভ উদ্বোধন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ নাগরিক আদিল আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুবলীগ নেতা শাহীন আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী, সাংবাদিক মাসুদ আহমদ রনি, শংকর কুমার দে, আজমল আলী, রেজা রুবেল, মোহাম্মদ জাকির আহমদ, আলী হায়দার মিদুল, ইলিয়াছ আহমদ, রুমান আহমদ, সায়েম আহমদ প্রমুখ।