আ.লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩:১১:২১,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৮ বার পঠিত
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়। এ দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। তাই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণেই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে। দেশের মানুষ হাহাকার করছে।
শুক্রবার (১৪ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলী মেম্বারের সভাপতিত্বে ইউনিয়ন যুবদল আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রদল নেতা বদরুল আলমের স্বাগত বক্তব্যে শরীফগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন ও যুবদল নেতা রুহেল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মহি।
বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন, সিলেট বিএনপির উপদেষ্টা বদরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. মুজিবুর রহমান, সহ শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন জিলাল আহমদ, সহসভাপতি আব্দুল জলিল সাবু, ছাত্রদল নেতা রসিদ আহমদ প্রমুখ।
বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলী মেম্বারের নেতৃত্বে এছাড়ার আরোও উপস্থিত ছিলেন, শরীফগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি উনু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক আরব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ, যুবদল নেতা কামরুল ইসলাম, জাবের আহমদ, সাইদ আহমদ, জাহিদ আহমদ, হাসান আহমদ, মামুন আহমদ, ছাত্রদল নেতা নাঈম আহমদ, মান্না আহমদ, মারুফ আহমদ, মারজান আহমদ।