আমেরিকা সুষ্ঠু নির্বাচন চায়, তত্বাবধায়ক সরকার চায় না : ড. মোমেন
প্রকাশিত হয়েছে : ৩:২২:২৮,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৬ বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা চায় আমাদের দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, তারা কোন তত্বাবধায়ক সরকার চায় না। তারা আমাদের দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে সে জন্য তারা খুশি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের নিয়ে আমেরিকার অবস্থান সম্পর্কে এক প্রশ্নে মন্ত্রী বলেন, দুনিয়ার সব দেশেই এই আইন আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি আমেরিকা বলেছে।
নির্বাচনে বিদেশি পর্যটক আসা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশ বিদেশি পর্যবেক্ষক নেয় না। তাই এসবের কোন দরকার নেই।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ‘উন্নয়ন অগ্রযাত্রায় আলোকিত সিলেট’ এর মোড়ক উন্মোচন ও নিজের স্বেচ্ছা তহবিল থেকে ১০০ হতদরিদ্রকে ১০ লাখ টাকার চেক বিতরণ করেন।