যুবকের ৩ ঘণ্টার মোনাজাত আগুন নেভাতে
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৩৮,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৯ বার পঠিত
![Screenshot 20230415 121718 Gallery - BD Sylhet News](https://aajkalcanada.com/files/uploads/2023/04/Screenshot_20230415-121718_Gallery-600x337.jpg)
নিউ সুপার মার্কেটে লাগা আগুন যেন দ্রুত নিভে যায়, সৃষ্টিকর্তার কাছে সে আর্জি নিয়ে হাত তুলে মোনাজাত করছেন এক যুবক। শনিবার (১৫ এপ্রিল) নিউ সুপার মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা গেছে তাকে। তীব্র গরম উপেক্ষা করে তিন ঘণ্টার বেশি সময় ধরে দুই হাত তুলে মোনাজাত করেন তিনি।
কথা বলে জানা যায়, ওই যুবকের নাম মো. তানভীর চৌধুরী। তিনি পাশের গাউছিয়া মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। সকাল ৭টায় তিনি নিউ মার্কেট এলাকায় আসেন।
তিনি বলেন, আগুন নেভাতে সবাই চেষ্টা করছে। নিজের জায়গা থেকে আমারও কিছু করা দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আগুনটা নিয়ন্ত্রণ করে দেন।
তানভীর বলেন, ব্যবসায়ীদের দিয়েই আমরা। তাদের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি। আমরা তাদের চাকরি করি