দ্রুত হাওরের ধান কাটার আহ্বান সিলেটের জেলা প্রশাসকের
প্রকাশিত হয়েছে : ১২:৪২:০৬,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৪ বার পঠিত
সিলেটে শুরু হয়েছে ধান কাটা উৎসব। তবে প্রাকৃতিক দুর্যোগ চিন্তা করে দ্রুত হাওরের ধান কাটার জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
শনিবার (১৫ এপ্রিল) সিলেট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঝিলকার হাওরে ধান কর্তন ও মাঠ দিবস পালন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আজমিরি হক, সিলেট কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল মান্নান, অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আনিছুজাম্মান, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরন মিয়াসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।
সার্বিক বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং আপনাদের (কৃষক) অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে। এসময় তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক হতে কৃষি ঋণ গ্রহণে উৎসাহিত করেন।
মজিবর রহমান বলেন, এবার হাওরে ধান অনেক ভালো হয়েছে। বর্ষার আগে ধানগুলো ঘরে তোলার ক্ষেত্রে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট অব দপ্তরে আবেদন করেছি যেনো সরকারের ধান সংগ্রহমাত্রা বৃদ্ধি করা হয়। সংগ্রহমাত্রা একটু বেশি হলে আমাদের কৃষকেরই লাভ হবে। তারা সুন্দর করে জীবন-যাপন করতে পারবেন।
তিনি পতিত জমিকে কৃষি ক্ষেতের আওতায় নিয়ে আসার জন্য কৃষকদের অনুরোধ জানান।