মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে নগরীতে আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:১৪,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৭ বার পঠিত
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
এদিকে, চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থনে সিলেট নগরীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য সাধারণ জনতা।
শনিবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাতী লীগের বিপুর সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনিত করায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সবাইকে সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।
এর আগে, সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার ও কোর্ট পয়েন্টে জড়ো হয়। একসময় পুরো নগরী মিছিলের নগরীতে রূপ নেয়। জয়বাংলা, শেখ হাসিনা, নৌকা ও আনোরুজ্জামান চৌধুরী স্লোগানে মুখর হয়ে উঠে পুরো নগরী।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধিত করেন। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন আনোয়ারুজ্জামান। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে নিয়ে আসেন সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। শহিদমিনারে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। সিলেটে ফিরে আনোয়ারুজ্জামান মুখোমুখি হন গণমাধ্যমের।
এসময় তিনি বলেন, ‘আমি সিলেটের সন্তান। বিগত সংসদ নির্বাচনে আমি সিলেট-১ আসনের দলীয় প্রার্থী ড. এ কে আবদুল মোমেন ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের জন্য কাজ করেছি। প্রতিটি ওয়ার্ডে গণসংযোগে অংশ নিয়েছি। নির্বাচন নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। আমি এই শহরেই বড় হয়েছি, পড়ালেখা করেছি। তাই সিলেট নগরীর মানুষ আমার আপনজন। দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই আমরা সবাই কাজ করবো।’
মেয়র পদে দলীয় মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামান বলেন, ‘মেয়র মনোনয়ন নিয়ে এখনো দলীয় কোন সিদ্ধান্ত আসেনি। তাই এখনো বলার কিছু নেই। আমি তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটা মাথা পেতে নেব।’
প্রবাসীদের জন্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে আনোয়ারুজ্জামান বলেন, ‘সিলেটের অসংখ্য প্রবাসী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকেন। তাদের অনেক সমস্যা। প্রায়ই তাদেরকে সমস্যায় পড়তে হয়। তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই।’