এসএসসি ৯১ ব্যাচের ইফতার মাহফিলে বন্ধুদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৫৯,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৯ বার পঠিত
সিলেট বিভাগের এসএসসি ‘৯১ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন শুক্রবার নগরের শিবগঞ্জস্থ হোয়াইট হাউস হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত ইফতার মাহফিল পরিণত হয়েছিল বন্ধুদের মিলন মেলায়। বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুদের মধ্যে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশপাশি চলে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময়।
কলেজ শিক্ষক এম এ আজিজের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাহেল আহমদ।
এসএসসি ৯১ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিবুল হক, নুরুজ্জামান নুরুল, কয়েস আহমদ, লাহীন উদ্দিন, মোহাম্মদ জামাল মিয়া, আশরাফুজ্জামান, সালেহ আহমদ, মো. নুরুজ্জামান, সানা উল্লাহ, আনোয়ার চৌধুরী, স্বপন কুমার চৌধুরী, বিধু ভুষন দাস, আবু নছর মো. সুফিয়ান, অনুরূপ আচার্য্য, গৌতম দত্ত চৌধুরী, জয়দীপ দাস চম্পু, ইলিয়াছ উদ্দিন লিপু, মো. আব্দুল বায়েছ, আতিকুর রহমান, মোহাম্মদ সেলিম, মো. নেয়ামত উল্যাহ, মো. কাওছার হোসেন শাহীন, তোফায়ের আহমদ, আবুল হাসান, সাদ জাবেদ, মোহাম্মদ আকবর উদ্দিন, মুহিব উস সালাম রিজভী, নুরুল আমিন, মো. কবির উদ্দিন, রফিক আহমদ, চৌধুরী শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর, মুহাম্মদ নাজির আহমদ, মো. কবিরুল ইসলাম, রেজাউল আলম তালুকদার, মোস্তফা কামাল শামিম, শেখ সামাদ আহমদ, পবিত্র, বেলাল আহমদ, মো. খুবাব হোসেন, মো. তোফায়েল অ্যাডভোকেট, মো. মনজুর আহমদ, শাহীন আহমদ সিদ্দিকী, বিজিত কুমার আচার্য্য, মো. এনায়েতুল বারী মুন, আবু সুফিয়ান, আলতাফ হোসেন বিলাল, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, কামাল আহমদ, ফারুক আহমদ মনি, তৌফিকুল আহসান চৌধুরী, এনায়েতুল বারী মুর্শেদ, মঈন উদ্দিন খোকন, চৌধুরী রাব্বী কামাল, রাখাল দে, গোলাম সারোয়ার লিটন, আলীমুস সাদাত চৌধুরী, মো. আব্দুল আজিজ, মো. মুহিতুর রহমান, ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, হাসান আব্দুল খালিক, বিদ্যুত বাপ্পা, মুরাদ হোসেন ও আব্দুর রশিদ রেনু।