বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৪নং ওয়ার্ড বিএনপির ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:০৭:২২,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৭ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় দরিদ্র, দুস্থ ও পথচারীদের মধ্যে সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) নগরীর তেররতন এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিকের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হাজী আশরাফ আলী, সাবেক সদস্য এ. কে মালেক, বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক ডুমাই, পিয়ার উদ্দিন পিয়ার, কয়েস আহমদ সাগর, মুকিত আহমদ, যুগ্ম সম্পাদক রুহেল আহমদ, বিএনপি নেতা আহাদ আহমদ,মাহবুব আহমদ, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ, মুহিন আহমদ, গফফার আহমদ, আলম আহমদ, হেলাল আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, আব্দুল হাফিজ দিলওয়ার, ওয়ার্ড যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন, যুবদল নেতা কায়েস আহমদ, সাদ্দাম আহমদ, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহফুজ আহমদ, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মুক্তা আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়ল যুগ্ম আহবায়ক রিয়াদ আহমদ হৃদয় প্রমুখ।