৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আলম খান মুক্তি
প্রকাশিত হয়েছে : ৫:৩১:৩৭,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৮ বার পঠিত
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আসুক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪নং ওয়ার্ড বাসীসহ দেশ বিদেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
এক শুভেচ্ছা বার্তায় আলম খান মুক্তি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার প্রাণ প্রিয় ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মী ও সিলেট মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশ-বিদেশের সকল মুসলমানদের জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।