ওসমানীনগরে কৃষক লীগের আলোচনা ও ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩:০০:০৩,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৭ বার পঠিত
সিলেটের ওসমানীনগরে উপজেলা কৃষকলীগের ৫১তম প্রতিষঠা বাষিকী উপলক্ষে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে তাজপুর বাজারে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিসুজ্জামান সেলিম।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. লিলুউর রহমান পংকির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সহ সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, অর্থ সম্পাদক শাহনুরুর রহমান, মুজাহিদ মিয়া, কৃষক লীগের সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী বাবলা, শেখ ফয়ছল আহমদ, জুবায়ের আহমদ মজনু, ভূবন পুরকায়স্থ, হেলাল আহমদ, নজির মিয়া, সহ সাধারণ সম্পাদক পাপ্পু বহ্নি, শায়খুল ইসলাম শায়েখ, মহিলা সম্পাদিকা আলেয়া বেগম, হারুন মিয়া, গুলজার আহমদ, কাওছার আহমদ, রুবেল আহমদ, বেলাল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগ নেতা দিলদার আলী, আব্দুল মন্নান, ছাত্রলীগ সুজন মাহমুদ, হামাদ, জাবেদ আহমেদ আবীর, সামাদসহ আরোও অনেক।