শাল্লায় যুবদল ও ছাত্রদলের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের সৌজন্যে এই ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন শাল্লা উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার ও বিশেষ অতিথি বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল।
এছড়াও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল সহ সর্বস্তরের নেতাকর্মীরা।