সাপেকাটা কলেজছাত্রকে ঝাড়ফুঁক, অবশেষে মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৫২,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪০ বার পঠিত
বকশীগঞ্জে বিষধর সাপের দংশনে জাহাঙ্গীর আলম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মেরুরচর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর আলম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
জানা যায় – বুধবার দুপুরে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দিতে যান জাহাঙ্গীর আলম। প্রচণ্ড গরমে পানি দেওয়ার ফাঁকে পাশে ভুট্টাক্ষেতের আইলে বসলে একটি বিষধর সাপ তাঁর পায়ে দংশন করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। বিকেল ৪টার দিকে মারা যান জাহাঙ্গীর।
মেরুরচর ইউপি সদস্য শাহীনুর রহমান শাহীন বলেন, দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরকে সাপে দংশন করে। দ্রুত হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এ কারণে বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক না করে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত ছিল। সচেতনতার অভাবেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে