সিলেটের নগরীর কুমারগাঁও সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। নিহত মোটরসাইকেল আরোহী কিশোর টুকের বাজারের তালুকদারপাড়া এলাকার সমছুল হকের ছেলে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১টায় কুমারগাঁও সড়কের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন টুকেরবাজারের তালুকদার পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শহিদের ছেলে মুহিবুর রহমান (৩৫)।
ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি তদন্ত মো. খালেদ মামুন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে কুমারগাঁও সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও আরোও দুইজন আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজীবকে মৃত ঘোষণা করেন। এসময় আহত অন্য ২ জনকে জরুরি বিভাগের ভর্তি করা হয়।