হতদরিদ্রের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে: নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ২:১৯:০৭,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৪ বার পঠিত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন আত্মশুদ্ধির মাস মাহে রমজান আমাদের মাঝ থেকে ক্রমেই বিদায় নিচ্ছে। সামনে আসছে ঈদুল ফিতর কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষ ঠিকমতো দুমটো ভাত খেতে পারছে না। অসহায় দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার উপক্রম। এ সরকারের দুর্নীতির মাশুল গুনতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে। এই সরকারের হাত থেতে গনতন্ত্রকে পূনরুদ্ধার করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ আনন্দে অসহায় হতদরিদ্র মানুষগুলোকে শামিল করতে মনসুর আহমদ রুবেলের মতো বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে নগরীর কাজীটুলায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ রুবেলের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও এক হাজার টাকা করে ১০০ জনকে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার আহŸায়ক, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে এবং যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন আমির হোসেন, নূরুল ইসলাম, ময়নুল হক স^াধীন, শাকিল আহমদ খান, আব্দুজ জব্বার মদই, শামীম আহমদ, মঈনুদ্দিন আহমদ রাসেল, মহাগর কৃষক দলনেতা মুহিত হাসান, আমির হোসেন, তাহের আলী সুমন, আব্দুর রহিম বাবুল মিয়া, গোলজার হোসেন দুলন, শাহ বদরুল আলম, জুনেদ আহমদ, সফিক আহমদ চৌধুরী, কৃষক দলনেতা জাকির হোসেন, মো. ফয়সল আহমদ, ১৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, শেখ সুমন আহমদ, ১৫নং কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, কৃষক দলনেতা হৃদয় হাসান খোকন, কৃষক দলনেতা তফজ্জুল আলী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুমন আহমদ, দুলাল আহমদ, আব্দুল মুকিত, শাহিন এহছান চৌধুরী, ইয়াছিন আহমদ প্রমুখ।